ভোলা প্রতিনিধি:
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির চরফ্যাশন জোনাল অফিসে কর্মরত এজিএম (ওএন্ডএম) পদে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তা সরকারি দায়িত্ব পালনের সময় তার টিমের ওপর সংঘটিত হামলা ও পরবর্তী হয়রানিমূলক পরিস্থিতি সম্পর্কে অভিযোগ করেছেন।
সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ৩:৩০ মিনিটে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন চর যমুনা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের ভিত্তিতে একটি সাভির্স অর্ডার (নং ৩৫১৮) অনুযায়ী লাইন বিচ্ছিন্ন করতে একটি টিম পাঠানো হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে, লাইনম্যান মোঃ আমিনুল ইসলাম স্থানীয় ব্যক্তি মোঃ করিম ও তার তিন সহযোগীর দ্বারা ইট ও রড দিয়ে আক্রমণের শিকার হন। এতে তিনি বুকে, মুখে ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এই ঘটনায় দুলারহাট থানায় ১৪ এপ্রিল ২০২৫ তারিখে মামলা দায়ের করা হয় (মামলা নং-০৭), যার অধীনে পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩২৩/৩০৭/৩২৫/৩৭৯/৫০৬/১১৪ ধারায় মামলা রুজু করা হয় এবং আসামি মোঃ করিমকে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।
তবে, স্থানীয় আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি বর্তমানে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত করিম, ভোলা সমাজসেবা অফিসের মাধ্যমে লাইনম্যান ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘নারী নির্যাতনের’ মিথ্যা মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে, যা ভুক্তভোগীরা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সরকারি দায়িত্ব পালনে হামলা এবং পরবর্তী হুমকি-ধামকির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা জেলা প্রশাসনের নিকট লিখিতভাবে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
Leave a Reply