দিনাজপুর প্রতিনিধি
মোঃ আসাদ আলী
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর গ্রামটি আজ আনন্দে মুখর। কারণ, এখানকারই এক মেধাবী ও প্রতিভাবান তরুণ রিয়াদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে খেলার সুযোগ। স্থানীয় পর্যায়ের নানা প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ে এই তরুণ ফুটবলার।
রিয়াদের ফুটবলের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। স্থানীয় মাঠে বন্ধুদের সঙ্গে খেলে শুরু হয় তার পথচলা। ধীরে ধীরে তার প্রতিভা ছড়িয়ে পড়ে ইউনিয়ন, উপজেলা এবং পরে জেলা পর্যায়ে। কোচ ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের সমর্থনে সে অংশ নেয় একাধিক টুর্নামেন্টে এবং নিয়মিত প্রশিক্ষণ নেয়।
রিয়াদ নিজেও জানায়,
“আমি সবসময় স্বপ্ন দেখতাম জাতীয় দলের জার্সি গায়ে দেয়ার। আজ সেটা আংশিক সত্যি হলো। আমি এখন আরও বেশি পরিশ্রম করতে চাই যেন একদিন জাতীয় দলে খেলতে পারি এবং দেশের জন্য গর্ব নিয়ে আসতে পারি।
তার এই অর্জনে পরিবার, প্রতিবেশী ও শিক্ষকরা গর্বিত। রিয়াদের বাবা বলেন, “ছেলে যদি কিছু করে, সেটাই আমাদের বড় পাওয়া। ওর জন্য সবাই দোয়া করবেন।
রিয়াদের এই সফলতা শুধু তার একার নয়, এটি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের জন্য একটি অনুপ্রেরণা। তার এই অগ্রগতি হয়তো এলাকার আরও অনেক তরুণকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের স্বপ্ন দেখাবে জাতীয় পর্যায়ে নিজেকে প্রমাণ করার।
Leave a Reply