
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের মসজিদ মার্কেটের একটি ডেকোরেশন দোকান থেকে আবু সিদ্দিক (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত আবু সিদ্দিক রাঙামাটির লংগদু উপজেলার ৫ নম্বর মাইনি মুখ ইউনিয়নের সোনাই গ্রামের সাবেক ইউপি সদস্য আবু তাহেরের ছেলে।
ডেকোরেশনের মালিক রনি বড়ুয়া বলেন, “সিদ্দিক প্রায় তিন–চার বছর ধরে আমার দোকানে কাজ করত। আজ দুপুরে আমি ও অন্যান্য কর্মচারীরা বাইরে কাজ করতে গিয়েছিলাম। দুপুর ১টা ৫৬ মিনিটে সে আমাকে ফোন দিয়ে জানতে চায় আমরা কতটুকু কাজ শেষ করেছি। পরে আমার এক কর্মচারী মো. ইসমাইল দোকানে এসে দরজা বন্ধ দেখতে পায় পরে দোকানের পেছন দিক দিয়ে ঢুকে সিদ্দিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।”
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের মানিব্যাগের ভেতর একটি তিন পৃষ্ঠার চিঠি উদ্ধার করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। নিহতের কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, নোটটি যাচাইয়ের জন্য বিশেষজ্ঞ টিমের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা— তা নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেলেও পুলিশ জানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply