বিশেষ প্রতিনিধি :
ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আওরঙ্গজেব কামাল-কে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (PJA) কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে ঘোষণা করেছেন সংগঠনের চেয়ারম্যান ও ডেইলি ফাইন রিপোর্ট পত্রিকার সম্পাদক ইশতিয়াক আলী। আজ বুধবার এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন ইশতিয়াক আলী। তিনি বলেন, “বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক সমাজের ঐক্য ও সহযোগিতা জোরদারে আওরঙ্গজেব কামালের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। উল্লেখ্য, আওরঙ্গজেব কামাল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সক্রিয়ভাবে সাংবাদিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে দৈনিক ক্রাইম সংবাদ ও দৈনিক ডিটেকটিভ নিউজ পত্রিকার সম্পাদক এবং ঢাকা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে তাঁর সম্পৃক্ততা এক নতুন দিগন্তের সূচনা করল।
Leave a Reply