স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
( ২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার ) সকাল আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো:
১। মোঃ রাকিব হোসেন (২৭)
২। মাহাবুব (২০)
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুইজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
সবুজবাগ থানার পুলিশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply