মোঃ মনিরুল ইসলাম সদর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া
কুষ্টিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে
এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”।
Leave a Reply