মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ঔষধের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইমামুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, বাজারের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা এবং লাইসেন্স সংক্রান্ত অনিয়মের প্রমাণ মেলে। এসময় ছয়টি দোকানকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্য ও আনসার বাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হক বলেন। অবৈধভাবে ওষুধ বিক্রি কিংবা মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার মতো অপরাধ সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
Leave a Reply