স্টাফ রিপোর্টঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা গোলচত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর, থানা প্রাঙ্গণ ঘুরে আবার গোলচত্বরে এসে শেষ হয়।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে বিকেল ৩টার দিকে মুরাদনগর বাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা।তারা আরো জানান, আসিফ মাহমুদের বাবা ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা ও গ্রেপ্তার করিয়ে জেলে পাঠিয়েছেন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আসিফের বাবা ইউসুফ আব্দুল্লাহ হারুনের লোকজন ও আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতা করছেন। মুরাদনগরের ট্রিপল মার্ডারের যে মূল হোতা শিমুল বিল্লাল উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে আছেন। যার কারণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেপ্তার করছে না।বর্তমানে ওই নারী ভয়ে বাড়ি যেতে পারছেন না। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখলসহ নানা অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে। আর এসব অপকর্মের প্রশ্রয় দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার প্রশ্রয়ে তার বাবা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন।তারা আরো জানান, আসিফ মাহমুদের বাবা ক্ষমতার অপব্যবহার করে মুরাদনগরের নিরীহ মানুষদের পুলিশ দিয়ে মামলা ও গ্রেপ্তার করিয়ে জেলে পাঠিয়েছেন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আসিফের বাবা ইউসুফ আব্দুল্লাহ হারুনের লোকজন ও আওয়ামী লীগের পুনর্বাসনে সহযোগিতা করছেন। মুরাদনগরের ট্রিপল মার্ডারের যে মূল হোতা শিমুল বিল্লাল উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার আশ্রয়ে আছেন। যার কারণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গ্রেপ্তার করছে না।সমাবেশ থেকে উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা হিন্দু পরিষদের দুলাল দেবনাথ, মুরাদনগর ছাত্র বৈষম্যের বিপ্লবী কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, শরীফুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply