হেলাল উদ্দিন চৌধুরী।
দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনায় বিএনপি’র বর্ষীয়ান নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হাফেজ ইব্রাহিম। দলীয় ত্যাগ, সংগ্রাম ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি এ এলাকার জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় মির্জা কালুর জসিম চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক জানান, হাফেজ ইব্রাহিম শুধুমাত্র বিএনপি’র পরীক্ষিত সৈনিকই নন, বরং তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিজে রাজপথে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকার রক্ষায় দৃঢ় ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিবার যে নির্যাতনের শিকার হয়েছে, তা অনেকের চোখে দেখা বাস্তবতা।
হাসননগর ইউনিয়নের চৌধুরী পরিবারের বাহাদুর চৌধুরী ভাষ্যমতে, “একবার আমরা নিজের চোখে দেখেছি, কীভাবে হাফেজ ইব্রাহিম সাহেব নিজ বাড়িতে আট দিন গৃহবন্দী অবস্থায় কাটিয়েছেন, সেই সময় তার বাড়িতে খাবার পৌঁছানোও নিষিদ্ধ ছিল। সামান্য কিছু ডাল ও চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল, যা তিনি নিজে না খেয়ে আমাদের খেতে দিয়েছিলেন। এই মানবিকতার দৃষ্টান্ত আমাদের জীবনে ভোলা যায় না।”
তিনি আরও বলেন, “আমার আজকের মুক্ত জীবন, গণমাধ্যমে কাজ করার সুযোগ – সবকিছুর পেছনে হাফেজ ইব্রাহিম সাহেব ও তার পরিবারের অসামান্য অবদান রয়েছে। তিনি ছাড়াও সহযোগিতার হাত বাড়িয়েছেন জয়নাল আবদিন ফারুক, গিয়াস উদ্দিন আল মামুন, মোসাদ্দেক আলী ফালু, ব্যারিস্টার ফখরুল ইসলাম, সুইডেন আসলাম এবং তার স্ত্রী সীমা ভাবী।”
এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ‘হাইব্রিড সুবিধাবাদী’ নেতাদের উত্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তারা দাবি করেন, এসব নেতারা বিদেশফেরত কিছু অপরিচিত মুখকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং বিএনপির ত্যাগী ও মাঠের পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
স্থানীয় বিএনপি নেতা কর্মীরা বলছেন, “যারা আজ হাফেজ ইব্রাহিমের বিরোধিতা করে, তারা মূলত আওয়ামী দালাল বা স্বার্থান্বেষী গোষ্ঠী। তারা ফেক আইডি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালায়।”
তবে প্রতিবাদী কণ্ঠে বাহাদুর চৌধুরী ও দৌলতখান উপজেলার ফরিদ মাস্টার, বোরহানউদ্দিন উপজেলার কবির পালোয়ান,শিহাব হাওলাদার,বোরহান উদ্দিন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী কবির,কাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন চৌধুরী জানান, “যদি তারা সামনে আসে, আমরা কঠোরভাবে প্রতিরোধ করব। কারণ হাফেজ ইব্রাহিম আমাদের কাছে এক সংগ্রামী আদর্শের নাম।”
Leave a Reply