হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজীর নির্দেশনায় ৩ মে শনিবার বেলা ১১:৩০ মিনিটে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে পাড়ালা গ্রামের মোঃ ইস্রাফিল (২২), পিতা- শুকুর আলী, সাং- পাড়ালা, থানা- মনিরামপুর, জেলা- যশোরকে আটক করা হয়।
জানা যায়, অভিযানের সময় ইস্রাফিলের কাছ থেকে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং গাঁজা বিক্রয়ের ২০৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় ০৩ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযানে মনিরামপুর থানার এসআই (নিঃ) সুজন মাহমুদ ও তার সহকর্মীরা সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। ওসি নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
মনিরামপুর থানার এই কার্যক্রম মাদকদ্রব্যের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
Leave a Reply