1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত । কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস কুষ্টিয়ার টিটিসির পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দৌলতখান উপজেলার হান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলো পাঠশালা, বিচ্ছিন্ন চর মদনপুর উদ্যোগে এক সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  কেশবপুরে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৬ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমোহনে, অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছে দিচ্ছেন ইউএনও মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
সংবাদ শিরোনাম:
বোচাগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত । কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস কুষ্টিয়ার টিটিসির পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দৌলতখান উপজেলার হান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথম আলো পাঠশালা, বিচ্ছিন্ন চর মদনপুর উদ্যোগে এক সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  কেশবপুরে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৬ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমোহনে, অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছে দিচ্ছেন ইউএনও মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

পটুয়াখালীতে জামায়াত নেতার হাত থেকে বাঁচতে পুকুরে ঝাপ,শেষ রক্ষা হয়নি গৃহবধুর!

  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। নিজের সমভ্রম রক্ষায় পুকুরে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি ওই গৃহবধূ।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর মা মোসা. মাহিনুর বেগম বলেন, অভিযুক্ত মো. শুভর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে শুভ বিরোধপূর্ণ জমির পুকুরে ঘাটলা নির্মাণ করতে গেলে তার মেয়ে (গৃহবধূ) বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে জোরপূর্বক স্পর্শ করার চেষ্টা করে। নিজের সমভ্রম বাঁচাতে তার মেয়ে পুকুরে ঝাঁপ দিলে অভিযুক্ত শুভ পুকুরে নেমেও একই আচরণ চালায়।

এ সময় তার সালোয়ার ও জামা ছিঁড়ে ফেলা হয় এবং একপর্যায়ে তাকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় আরও কয়েকজন জামায়েত কর্মী ঘটনাস্থলে পাহারা দিচ্ছিলেন বলেও দাবি করেন ভুক্তভোগীর মা।

তিনি আরও বলেন, মেয়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় মা ও মেয়েকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী মো. আক্কাস মুন্সী অভিযোগ করে জানান, নাজিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়েতের সভাপতি মো. শুভ ও তার সহযোগীরা তার স্ত্রীকে লাঞ্ছিত করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরজাহান বেগম জানান, ভুক্তভোগী গৃহবধূ ও তার মা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং গৃহবধূর শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে দুজনের অবস্থাই স্থিতিশীল আছে।

অভিযুক্ত মো. শুভ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যদি কোনো সাক্ষ্য-প্রমাণে আমাকে দোষী সাব্যস্ত করা হয়, আইন যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব।’ তবে তিনি জামায়েতের কোনো দায়িত্বশীল পদে আছেন কি না এবিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে বাউফল উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান বলেন, ‘তিনি কোন পদে আছেন তা আমার জানা নেই। ইউনিয়ন কমিটির কাগজ আমার কাছে আছে, ওয়ার্ড কমিটির কাগজ নেই। এমন কোনো ঘটনার বিষয়েও আমি অবগত নই।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com