
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি),কুষ্টিয়ার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে টিটিসি কুষ্টিয়ার উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কুষ্টিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এ কে এম মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল করিম পলাশ,চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল),মোঃ সোহেল রানা, সিনিয়র ইন্সট্রাক্টর (অটোমোটিভ) এবং মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)সহ প্রতিষ্ঠানের শিক্ষক-প্রশিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখাই টিটিসির মূল লক্ষ্য।
শেষে মহান বিজয় দিবস উপলক্ষে দেশ ও জাতির অব্যাহত উন্নতি কামনা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply