মোঃ তুহিন ফরাজী প্রতিনিধি
ইস্টাফ রিপোর্টার্স
দুর্নীতি দমন কমিশন (দুদক) ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন যে, ফারজানা চৌধুরীর নামে ২ কোটি ৯৬ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। কিন্তু তার গ্রহণযোগ্য আয় ও ব্যয় বিবেচনায় দেখা যায় তিনি ২ কোটি ২০ লাখ টাকার বেশি জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এ ছাড়া তার নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় দুদক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও তিনি কোনো সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধির আবেদনও করেননি—যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এই পরিস্থিতিতে দুদক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গ্রহণ করেছে
Leave a Reply