
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় বুধবার (২৭ নভেম্বর ২০২৫) জেলার ছয়টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ মিডিয়া সেল,কুষ্টিয়া সূত্রে জানা গেছে সদর, কুমারখালী,খোকসা,মিরপুর,ভেড়ামারা ও দৌলতপুর থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন পলাতক ছিল।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) জানান,নিয়মিত মামলা ও আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গ্রেফতারকৃত ১৬ জনকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ বলেছে,অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কুষ্টিয়া জেলা পুলিশ। অপরাধীদের গ্রেফতারে প্রতিটি থানা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং জনগণের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
কুষ্টিয়া জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন ধারাবাহিক উদ্যোগে সাধারণ মানুষ আশ্বস্ত বোধ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply