
মো রাজিব হাসান রাজু
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
ভোলা–বরিশাল সেতুর দাবিতে ভোলা থেকে ঢাকামুখী ঐতিহাসিক লংমার্চে আজ চরম উত্তেজনা তৈরি হয়।
দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে ক্লান্তি, ক্ষুধা ও শারীরিক দুর্বলতার মাঝে পদ্মা নদীতে নেমে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লংমার্চের অন্যতম যোদ্ধা নোমান হাওলাদার।
পরিস্থিতি দ্রুত অবনতি হলে তাকে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হচ্ছে।
অন্য লংমার্চযোদ্ধারা জানিয়েছেন—
“ভোলার ২০ লক্ষ মানুষের ন্যায্য দাবির জন্য তারা পিছু হটার নয়, কিন্তু সঙ্গীর জীবন নিয়ে শঙ্কা আছে। নোমানের জন্য ভোলাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।”
ভোলাবাসীর স্বপ্ন— ভোলা–বরিশাল সেতু নির্মাণ— তুলে ধরতেই তারা এই লংমার্চ চালিয়ে যাচ্ছেন বলে জানান আন্দোলনকারীরা।
আমার ভোলা
Leave a Reply