মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। আলোচনায় তিনি বলেন, “পরিসংখ্যান হচ্ছে উন্নয়নের মাপকাঠি। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যান অপরিহার্য ভূমিকা পালন করে।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন,টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক, ছাত্রছাত্রীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ
Leave a Reply