মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ইং বেংগল সেনাবাহিনীর পক্ষ থেকে
শিক্ষার্থীদের বই , বিভিন্ন পরিবারকে বসতঘর নিমার্ণে টিন, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে পানির ট্যাংকি, মাদ্রাসায় ফ্যান এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সোসবার (২০ অক্টোবর ) সকাল সাড়ে ১১ টার দিকে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এসব অনুদান প্রদান করেন দীঘিনালা জোনের জোন সেনাবাহিনীর অধিনায়ক লে. কর্নেল মোঃ ওমর ফারুক পি এসসি
দুর্গম এলাকার বাসিন্দা মনোয়ারা বলেন, ‘অর্থের অভাবে বসতঘর তৈরি করতে পারছিলাম না, ভাঙ্গা ঘরে বাস করছি। দীঘিনালা জোনে ঘর মেরামতে জন্য টিনের জন্য আবেদন করি। জোনের আর্মিরা আমাকে টিন দিয়েছে এই জন্য দীঘিনালা জোনকে অনেক ধন্যবাদ।
বোয়ালখালী ইউনিয়নের এলাকার শিক্ষার্থী জুই আক্তার ও তৃপ্তি ত্রিপুরা বলেন, ‘অর্থাভাবে বিদ্যালয়ে ভর্তি এবং বই কিনতে পারছিলাম না। দীঘিনালা জোন আবেদন করি জোন কমান্ডার এ ব্যাপারে আর্থিক সহায়তা করেছেন এতে খুব আনন্দ হচ্ছে এবং জোন কমান্ডারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
একই ইউনিয়নের বৃদ্ধা সখিনা বেগম বলেন, ‘অনেক দিন যাবৎ চোখে ঝাপসা দেখছি। অর্থ সমস্যার কারণে চোখের চিকিৎসা করাতে পারছিলাম না। দীঘিনালা জোনের আর্মিরা আমার চোখের চিকিৎসা জন্য আর্থিক সাহায্য করেছে। আর্মিরা অনেক ভাল সব সময় অসহায় মানুষকে সাহায্য করে।
মেরুং ইউনিয়নে এলাকার ফাতেমা বলেন, ‘আমার প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য জোনের আর্মিরা টাকা দিয়েছে। দীঘিনালা জোনের আর্মিরা অসহায়দের জন্য সাহায্য সহযোগিতা করেন।’
দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক বলেন, ‘এলাকায় গরিব মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীর চিকিৎসা ও দুঃস্থদের বতসঘর নিমার্ণের জন্য জোনে আবেদনের প্রেক্ষিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দীঘিনালা জোনের সেনাবাহিনী পক্ষ থেকে এ ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।’
Leave a Reply