মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় — এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক নিয়েই এনসিপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রতীক না দিলে আমরা রাজনৈতিকভাবেই তার মোকাবেলা করব।”
তিনি আরও বলেন, “আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি চাই, চাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা। সনদটি গণভোটে পাস হলে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন হলে আমরা স্বাক্ষর করব।”
এসময় সভায় সভাপতিত্ব করেন এনসিপি দিনাজপুর জেলার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সোহেব। সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহ্বায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা।
সমন্বয় সভা শেষে লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply