মোঃ কবির পালোয়ান :
বিএনপির বর্ষীয়ান নেতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এক সাক্ষাৎকারে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অনিয়মে জড়িয়ে পড়ে, সে যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”
বিশিষ্ট সাংবাদিক বাহাদুর চৌধুরীর এক প্রশ্নের জবাবে হাফিজ ইব্রাহিম আরও বলেন —
“আপনারা সাংবাদিকরা এমন অনিয়মকারীর ছবি ও প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ করবেন। কেউ যদি এতে বাধা দেয়, তাহলে ধরে নেবেন তারা বিএনপির প্রকৃত নেতা-কর্মী নয়, তারা সন্ত্রাসী ও সুবিধাবাদী। এদের তালিকা তৈরি করে সরাসরি আমাকে জানান।”
তিনি সাংবাদিকদের সাহসের সঙ্গে সত্য প্রকাশে অবিচল থাকার আহ্বান জানান।”
Leave a Reply