মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মানববন্ধন কর্মসূচি।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজ মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয়ের ফটক পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধনে অংশ নেয় প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী।
শহরের ১০টি স্পটে একযোগে মানববন্ধনে অংশ নেয় জেলা ও শহর জামায়াত, ইসলামী ছাত্রশিবিরসহ জেলার ১৩টি উপজেলার নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
১/ পিআর পদ্ধতি চালু
২/ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন
৩/ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত
৪/ ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের বিচার
৫/ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ
Leave a Reply