মো:সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর ধারাবাহিক আন্দোলনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে জামায়াতে ইসলামী এই স্মারকলিপি প্রদান করে।
এর আগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জামায়াতের আমির সিরাজুস সালেহীন প্রমূখ।
সমাবেশ শেষে ৫ দফা দাবি সম্বলিত জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
৫ দফা দাবির মধ্যে রয়েছে—
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা।
২. নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এদিকে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা সহ আরো কয়েকটি দলও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি করেছে।
Leave a Reply