মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
“মানবতার হাত ধরুন, সুন্দর একটি সমাজ গড়ুন এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় মানবতা সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা ও ঔষধ বিতরণ কার্যক্রম।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার মডেল মসজিদের উত্তর পাশে মানবতা সামাজিক সংগঠনের কার্যালয়ে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদ জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন এক্কা জুয়েলার্সের স্বত্বাধিকারী ও সংগঠনের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম এক্কা, এবং কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আকাশ হোসেন মাসুম এবং সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত। এ সময় সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম শহীদ, কোষাধ্যক্ষ হুজাইফা, প্রচার সম্পাদক জীবন আহাম্মেদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মুন্না হোসেন,কার্যনির্বাহী সদস্য রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকাশ হোসেন মাসুম বলেন,
“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে চার শতাধিক গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা,চশমা বিতরণ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়েছে।
তিনি আরও জানান,সমাজের মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। “মানবতা সামাজিক সংগঠন সবসময় সমাজের দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানবিকতার সার্বিক দিকগুলো সমাজে ছড়িয়ে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করছি,বলেন তিনি।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চোখের চিকিৎসা ও শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদানের এই আয়োজন কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠান শেষে সংগঠনের সফলতা ও সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাহবুর রহমান।
দিনব্যাপী এ সেবা কার্যক্রমে প্রায় চার শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply