মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
আজ আমরা হারালাম বাংলাদেশের এক অমর লালন গীতি শিল্পী,ফরিদা পারভীনকে।
তিনি শুধু একজন শিল্পী নন,বরং লালনের বাণীকে নতুন প্রাণ দিয়েছেন,তার কণ্ঠে সুরের মাধুর্য মানুষের হৃদয়ে চিরজাগ্রত।
জীবনী সংক্ষিপ্ত হাইলাইট:
জন্ম: ১৯৭০-এর দশকে (সঠিক জন্ম সাল বিভিন্ন সূত্রে উল্লেখ আছে)
কুষ্টিয়ার মেয়ে ফরিদা পারভীন ছোটবেলা থেকেই লালনগীতি শেখা ও সঙ্গীত চর্চা
সঙ্গীত ক্যারিয়ার: ১৯৯০-এর দশক থেকে লালনগীতি অ্যালবাম,কনসার্ট ও অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ
পুরস্কার ও স্বীকৃতি: দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা ও সংগীত উৎসবে সম্মানিত
বিশেষ অবদান: লালনগীতিকে আধুনিক প্রজন্মের কাছে পরিচয় করানো ও বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির প্রতিনিধিত্ব
দীর্ঘ অসুস্থতার পর ১৩ সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:১৫ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তাঁর কণ্ঠ,তাঁর শিল্প ও তাঁর আত্মা চিরকাল আমাদের মনে বেঁচে থাকবে।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি লালন কন্ঠ ফরিদা পারভীনকে।
Leave a Reply