বোরহানউদ্দিন , ভোলা প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা শাখার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার – প্রধান শিক্ষক উত্তর হাসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নির্বাহী সভাপতি মো: সফিকুল ইসলাম নান্নু -শিক্ষক উত্তর পূর্ব কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন- প্রধান শিক্ষক, দক্ষিণ কুতুবা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন – সহকারী শিক্ষক মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বোরহানউদ্দিন উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন মোঃ আনোয়ারুল ইসলাম তোতা সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি।
৫ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার শিক্ষক সমিতির সদস্যরা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি পরিবারকে সুসংগঠিত, বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সকল প্রকার সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আমরা ৫১ সদস্য বিশিষ্ট কমিটি উপজেলায় যে কয়টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সকলের সমন্বয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতি করার চেষ্টা করবো, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একই সাথে কাজ করবো।
এদিকে বোরহানউদ্দিন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটি কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply