দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
প্রেম বয়স কিংবা সমাজের বাঁ’ধা মানে না—এমনই এক বি’স্ম’য়কর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। ১৬ বছরের এক স্কুলপড়ুয়া কিশোর জড়িয়ে পড়েছে ৪৩ বছরের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরটির বাড়ি কিশোরগঞ্জের চৌদ্দশত এলাকায়। অপরদিকে ওই নারীর বাড়ি হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই নারীর তিনটি কন্যা সন্তান রয়েছে।
প্রেমের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে নারীটি ছবি সম্পাদনা করে ওই কিশোরকে পাঠান। সম্পাদিত ছবি জেনেও কিশোরটি পছন্দ করে ফেলেন। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক, যা চলে প্রায় এক বছর।
সম্প্রতি তারা হারুয়া মানিক ফকির গলিতে একটি বাসা ভাড়া নিতে গেলে বাড়িওয়ালার সন্দেহ হয়। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে তাদের দীর্ঘদিনের সম্পর্কের কথা।
এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, এটা তো সিনেমার মতো প্রেম, আবার কেউ বলছেন, প্রেম বয়স দেখে আসে না, মন চাইলেই সব হয়।
বয়সের ফারাক আর সামাজিক বাস্তবতা ভুলিয়ে কিশোরগঞ্জে এই প্রেম এখন আলোচনার কেন্দ্রে।
Leave a Reply