
ম্যাডামের স্বামীর নাম ইমরান স্বর্নকার।
ইমরান স্বর্নকারের বাড়ি নোয়াখালীর মাইজদি জমিদারহাট এলাকায়। গত প্রায় ১৫ বছর আগে ঢাকায় পরিচয় সুত্র ধরে বিয়ে।
ম্যাডামের বাড়ি মঙ্গলসিকদার এলাকার হামিদ হাওলাদার বাড়ি। বর্তমানে ভাড়া থাকেন মঙ্গলসিকদার টাওয়ার রোডের আব্দুল হক মিলিটারির বাসায়। এই বাসায় থেকেই ইমরান স্বর্নকার চালিয়ে যাচ্ছেন গাজার ব্যবসা।
ইমরান স্বর্নকারের এটি ২য় বিয়ে।
আটক ম্যাডাম জানান, গাজার ব্যাপারে তিনি কিছুই জানেন না। মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির এস আই স্বম্বিত রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে ইমরান স্বর্নকারের ঘরে তল্লাশী জালিয়ে ম্যাডামের দেখিয়ে দেয়া আলমিরার মধ্য থেকে পলিথিনের ব্যাগ ভ্তি এই গাজার চালান পাওয়া যায়। ইমরান পেশায় স্বর্নকার হলেও সে পেশাদার মাদক বিক্রেতা।
পরিচয় গোপন রাখার শর্তে একাধিক সুত্র জানিয়েছে , স্থানীয় বাত্তিরখাল মাছ ঘাটের এক নেতার শেল্টারে মাদক বিক্রি করে চলেছে ইমরান স্বর্নকার ও তার ম্যাডাম। এই মাদক বিক্রির নেটওয়ার্ক মেঘনার পাড়ের কাঠিরমাথা , পাটারিরহাট এবং কোপখালী পর্যন্ত বিস্তৃত।
Leave a Reply