
মোঃ শাহিন হাওলাদার
আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা। সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ।
সূত্র জানিয়েছে, শনিবার (২৩ আগস্ট) রাতে কলকাতার রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। তবে পরদিন রাজনৈতিক যোগাযোগ ও উদ্যোগে তারা মুক্তি পান। এ ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নাম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতার কথাও উঠে এসেছে।
বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে দেশে থাকাকালে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে পশ্চিমবঙ্গের বিজেপি এবং স্থানীয় জনগণের মধ্যে তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি কলকাতায় থাকাকালে তারা জনরোষের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে একাধিক সূত্র।
এদিকে শনিবার পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বাহারকে ২০২১ সালে দুর্গাপূজা চলাকালে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। তার দাবি, সে সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন রেখে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সঙ্গে জড়িত ছিলেন বাহার।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ার পরপরই কলকাতা পুলিশ বাহার ও তার মেয়েকে আটক করেছিল বলে জানা গেছে।
Leave a Reply