
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
মুন্সিগঞ্জে একই দিনে পৃথক তিনটি স্থান থেকে এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শুক্রবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।
সিরাজদিখান উপজেলার তেঘুরিয়া এলাকায় ইছামতী নদী থেকে নিখোঁজের একদিন পর রিফাত সুজন (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সুজন সিরাজদিখান উপজেলার রাজানগর গ্রামের মোহাম্মদ কাজল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বন্ধুদের সঙ্গে নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলারে উঠার সময় নদীতে পড়ে নিখোঁজ হয় সুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার দুপুরে ঘটনাস্থলের কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভোর থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। দুই দফা চেষ্টার পর দুপুরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
এদিকে একই দিন দুপুর দেড়টার দিকে গজারিয়ার চর বলাকী এলাকা থেকে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এরপর বিকেল তিনটার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন শাহ্ সিমেন্ট কারখানার পেছনে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে অজ্ঞাত আরেক যুবকের মরদেহ উদ্ধার করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
নৌ-পুলিশ জানায়, উদ্ধারের পর তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত দুই মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
Leave a Reply