1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তরুণীর নির্বাচনী হাওয়া ভোলা লালমোহন তজুমউদ্দিনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি স্থানীয় কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে নিয়ে গণমানুষের প্রত্যাশা। অনুধাবন শক্তি দেখুন, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জের সাবেক মন্ত্রীপুত্র অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন। কুঞ্জেরহাটে শিক্ষক কর্তৃক ছাত্রের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পিরোজপুরের নেছারাবাদে মাহমুদ হোসেনের সমর্থনে গন সমাবেশ ভোলা জেলার সাংবাদিকদের ঐক্যই পারে অপরাধমুক্ত সমাজ গড়তে। হাজারীগঞ্জ ইউনিয়নে যুবদলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা লাশকে ধর্ষন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়া বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তরুণীর নির্বাচনী হাওয়া ভোলা লালমোহন তজুমউদ্দিনে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি স্থানীয় কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কে নিয়ে গণমানুষের প্রত্যাশা। অনুধাবন শক্তি দেখুন, বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জের সাবেক মন্ত্রীপুত্র অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন। কুঞ্জেরহাটে শিক্ষক কর্তৃক ছাত্রের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পিরোজপুরের নেছারাবাদে মাহমুদ হোসেনের সমর্থনে গন সমাবেশ ভোলা জেলার সাংবাদিকদের ঐক্যই পারে অপরাধমুক্ত সমাজ গড়তে। হাজারীগঞ্জ ইউনিয়নে যুবদলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা লাশকে ধর্ষন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত

ফাইল আটকে রাখব’—কমিশন নিয়ে উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার

সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও নিয়ে দাবি করা হচ্ছে— ওই অডিওতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলম একজন ঠিকাদারের সঙ্গে কমিশন নিয়ে দর-কষাকষি করেছেন। তবে ঠিকাদারের পরিচয় জানানো হয়নি। অডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুকে শেয়ার করা ওই অডিওতে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, ‘এগুলো কালকে সাইন করাব, এখন আমাকে বলেন কালকে ওরা কী করবে আর এরপরে কী করবে? তিনি বলেন— না, না, নোয়া (চুক্তিপত্র) পর্যন্ত যাওয়া যাবে না। আমি যেটা করছি তা হলো অ্যাডভাইজর মহোদয় সাইন করবেন, ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে; সিসিজিবি পাস হবে, বাকি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে। তাকে আরো বলতে শোনা যায়, আপনি ওদের বলেন এখন সবগুলা হচ্ছে এই ফরমেটে।’
তিনি বলেন, ‘কোনো ঠিকাদারের সঙ্গে কথা বলা, কোনো থার্ড পারসন অথবা কারো সঙ্গে বসা তো দূরের কথা, দেখা করা তো আরো দূরের কথা, ফোনেই কিন্তু আমি কথা বলছি না কারো সঙ্গে। আপনার সঙ্গে বলতেছি, কারণ আপনার সঙ্গে একটা ট্রাস্ট গ্রো (বিশ্বাস তৈরি হয়েছে) করছে, সেই কারণে বলতেছি।’
মাহফুজ আলমকে বলতে শোনা যায়, ‘আমি যদি কালকে সাইন করাই, তাহলে পেমেন্ট কি কালকে করতে পারবে?’
মাহফুজ আলম বলেন, ‘কাজ কনফার্ম করে দিলে ৩% এটা হইলো নাকি? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি- কক্সে (কক্সবাজার) এখন কিছু কাজ চলছে ডিপিডিসির, যেগুলো সিক্স পার্সেন্টে (৬%) আমি করেছি।… ওয়ান (১%) যে মিডলম্যান সে নিচ্ছে, আর ফাইভ (৫%) হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন অ্যাবাভ (বেশি) ধরা থাকে ভাই, বুঝেন নাই? যখন যে কাজগুলো ডিপিডি (প্রকল্পের বিস্তারিত নথি) হয়, সবগুলোর অ্যাবাভ (বেশি) ধরে ডিপিডি হয়। কোনটাকে সমান সমান ধরে ডিপিডি করা হয় না।’
পৃথক আরেকটি ফোনালাপে তাকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, আজকে হচ্ছে, এসব হবে আজকে রাতে হওয়াই দিবো। পরশু দিন তো আমি নোয়া-ই (চুক্তিপত্র) করাব।… না, না, না তাইলে আমি এটা ফেলে রাখি, ঈদের পর করাব। আমি ফাইল আটকে রাখব এখন।… কমিটমেন্ট ঠিক না থাকলে তো এখন দেখছেন। আপনার জন্য আমি আজকে কী ধরনের অ্যাক্টিভিটিস করছি, আপনার কোনো ধারণা আছে?…এর পরে আপনি আমাকে যদি এগুলা শোনান বা ওরা এগুলা শোনায় এটা হইলো কিছু?’
তিনি বলতে থাকেন, ‘আপনি আপনার কথা ঠিক রাখতে হবে। দ্বিতীয়ত, আপনি যেটা বলেন সেটা আমি কনভে করি। কথা দুই রকম হইলে কিন্তু সমস্যা হয় বুঝছেন?…আমি আজকে ইজিপি করাব, করায়ে কিন্তু আমি নোয়া ঝুলিয়ে রাখব। আপনি কনফার্মেশন দেবেন, এরপরে নোয়া। আর দুইটা ১.৫, দুইটা ১ পার্সেন্ট এগুলো কিন্তু হবে না ভাই; ১.৫ মানে ১.৫, দ্যাটস ইট।’
সোশ্যাল মিডিয়ায় এই অডিও ফাঁস নিয়ে চলছে আলোচনা। অনেকেই ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, বিষয়টি সত্য হলে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি বড় চ্যালেঞ্জ। একজন মন্তব্যে লিখেছেন, ‘এটা যদি সত্যি হয়, তবে এটা শুধু ব্যক্তি মাহফুজের না, পুরো প্রশাসনিক ব্যবস্থার দুর্নীতির প্রতিফলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com