
মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ আদর্শ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২০ আগস্ট দুপুরে বোচাগঞ্জ আদর্শ উপজেলা শাখা কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাহানুর রহমান পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর উত্তরের দাওয়া সম্পাদক ও বোচাগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি আব্দুল মোহাইমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের বায়তুল মাল সম্পাদক মো. সেলিম উদ্দিন ওমর।
বিশেষ অতিথি ছিলেন মো. আশরাফুল ইসলাম, সাবেক সভাপতি বোচাগঞ্জ আদর্শ উপজেলা শাখা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা সমাজ ও জাতির ভবিষ্যৎ। সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা প্রজন্মই আগামী দিনে দেশের হাল ধরবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply