
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২০ আগস্ট সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরে স্বেচ্ছাসেবক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে র্যালির প্রস্তুতি নেন। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, “সেচ্ছাসেবক দল একটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সংগঠন। দেশের সংকটময় মুহূর্তে এই সংগঠন সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সেচ্ছাসেবক দল দৃঢ় ভূমিকা পালন করবে।
আলোচনা সভায় স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়া ও যুবসমাজের অনেকেই অংশগ্রহণ করেন। সকলের কণ্ঠে ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার।
Leave a Reply