
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা জামায়াত অফিসে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন—কর্ম পরিষদ সদস্য ও সহকারী পরিচালক, রংপুর-দিনাজপুর অঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম এবং সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক করণীয় নিয়ে বক্তব্য রাখেন এবং আগামী দিনগুলোতে কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply