
মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র উদ্যোগে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিরল শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুল বাকীর সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য, জেলা প্রচার দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল ও হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাস্সেরুল ইসলাম এবং বিরল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। আমরা এই আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা এবং ত্যাগকে ধারণ করে, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন সংগ্রাম করেছি। অবশেষে ৫ আগস্ট আমরা ফ্যাসিস্ট শাসক হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি।”
তিনি আরও বলেন, “যারা রাজনৈতিক সুবিধাবাদিতা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের বিএনপিতে কোনো স্থান নেই। বিগত এক দশকে যারা দমন-পীড়নের শিকার হয়েছেন এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তারাই বিএনপি’র আসল শক্তি। তাদের নিয়েই নতুন প্রজন্মের তৃণমূল বিএনপি গড়ে উঠবে।”
Leave a Reply