মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার লাহিনী উত্তর পাড়ার তালতলা এলাকায় সোমবার (৫ মে) রাত আনুমানিক আটটার দিকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনা ঘটায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এলাকাবাসী গাছে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুষ্টিয়া মডেল থানার একটি পুলিশ দল। গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা যুবকের মরদেহ উদ্ধার করে তারা।
মরদেহের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের কাছে কোনো প্রকার পরিচয়পত্র, মোবাইল ফোন বা সুইসাইড নোট পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড, সে বিষয়ে তদন্ত চলছে।’’
তিনি আরও জানান, ‘‘প্রাথমিকভাবে আমরা ঘটনাটি আত্মহত্যা বলে সন্দেহ করলেও, যুবকটির পরিচয় না পাওয়া এবং এলাকায় তাকে কেউ না চিনতে পারায় হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’’
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, এতদিন এলাকাটি শান্ত ছিল, তবে এমন অদ্ভুত ও ভয়ানক ঘটনার পর রাতের বেলায় কেউ আর নিরাপদ মনে করছেন না।
পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তে সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে। কেউ যদি যুবকের পরিচয় সম্পর্কে কিছু জানেন, তবে কুষ্টিয়া মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Leave a Reply