
ইয়াছিন বেগম:
ভোলা জেলার মনপুরা উপজেলার কাজির চর এলাকায় কুখ্যাত সন্ত্রাসী স্বপন ডাকাত ও তার গ্যাংয়ের ত্রাসে সাধারণ মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। চুরি, ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যেই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বপনের আসল বাড়ি দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নে। সেখানকার গ্রামবাসীর ওপর একের পর এক চুরি–ডাকাতির ঘটনা ঘটানোর অভিযোগে তাকে এলাকা ছাড়া করা হয়। পরে সে মনপুরার চরকলাতি ও কাজির চর এলাকায় নতুন করে অপরাধী নেটওয়ার্ক গড়ে তোলে এবং দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে দাবি স্থানীয়দের।
সাম্প্রতিক সময়ে কাজির চর এলাকায় ঘটে যাওয়া এক বর্বরোচিত নারী নির্যাতনের ঘটনায় স্বপন ডাকাতের নাম আবারও উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, অনৈতিক সম্পর্কের অপবাদ তুলে এক নারীকে বিবস্ত্র করে গলায় জুতার মালা পরিয়ে তাকে বিভিন্ন পাড়া–মহল্লায় অপদস্ত করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা অভিযোগ করছেন, স্বপন ডাকাত ও তার সহযোগীরা প্রকাশ্যে এসব অপরাধ করলেও প্রশাসন তাদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে নাজুক হয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ ওই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এবং স্বপন ডাকাত চক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি কাজির চর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে মানুষকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply