
মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
বৈষম্যের অবসান এবং পদমর্যাদা পুনর্নির্ধারণের দাবিতে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অপরিহার্য ভূমিকা রাখলেও একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা এখনো ১০ম গ্রেড থেকে বঞ্চিত। ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১১তম গ্রেডে রাখা হয়েছে, যা বড় ধরনের বৈষম্য।
তারা আরও বলেন, সময়ক্ষেপণ আর মেনে নেওয়া হবে না। দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস শাটডাউন পালন করা হবে।
এসময় বক্তব্য দেন ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী, মোস্তফা হাবিব, আতিকুর রহমান, ইউনুছ আলী, ফার্মাসিস্ট আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জাহিদুল ইসলাম, শাহীন সাদিকুল ফরহাদসহ অন্যান্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
Leave a Reply