
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া-৪ (খোকসা,কুমারখালী) আসনে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে খোকসা,কুমারখালী এলাকায় কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে এক বিশাল আনন্দ র্যালির আয়োজন করা হয়।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন,এই মনোনয়ন আমার জন্য কোনো পুরস্কার নয়, বরং জনগণের কাছে দায়িত্বের নতুন সূচনা। আমি আমার এলাকার কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা ও ত্যাগের বিনিময়েই আজ এই অবস্থানে পৌঁছেছি।
তিনি আরও বলেন,বিএনপিকে আমি শুধু একটি রাজনৈতিক দল হিসেবে দেখি না এটি একটি আন্দোলন, গণতান্ত্রিক বিশ্বাসের প্রতীক। আগামী নির্বাচনে আমরা কেবল অংশগ্রহণ করব না,ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।
রুমী বলেন,যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারাও আমাদের দলেরই কর্মী। আমি তাদের সঙ্গে আলোচনা করব এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামব। ধানের শীষের জয় মানে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জয়।
তিনি জানান,নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্রুত গণসংযোগ, কর্মীসভা ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় শুরু করা হবে।
আনন্দ র্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী। এর মধ্যে ছিলেন সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু,সাবেক কৃষক দলের সহ-সভাপতি ও বর্তমান এন এস রোড দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.মকবুল হোসেন,সাবেক ছাত্রদল নেতা মো.রবিউল ইসলাম বুড়ো,শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নু,শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু,জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন,সংগঠনের জেলা শাখার সংগঠনিক সম্পাদক এস কে ইমন ও ইমরান,এবং গোলজার হোসেন গোলো।
নেতা-কর্মীরা এক কণ্ঠে বলেন,ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Leave a Reply