1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আওয়ামী লীগের দোসর কাজী ফরিদ এখনো বহল তাবিয়াতে তার বিরুদ্ধে বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার নানাবিধ অভিযোগ চরফ্যাশনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা গাজীপুর-৬ আসনে আলোচনার তুঙ্গে সরকার জাবেদ আহমেদ সুমন লালমোহনে লঞ্চঘাটে ৫টাকার যাত্রী টোল ১০টাকা আদায়, জরিমানা করা হয়েছে, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার কুষ্টিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলকে সাথে নিয়ে কাজ করবো মেহেদী রুমী পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে ফকরুল আলমের মনোনয়ন দাবিতে নারীদের মিছিল যশোরের মণিরামপুরে ট্রলির ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল রাস উৎসব।। অগনিত মানুষের পদচারনায় মুখরিত কুয়াকাটা।।
সংবাদ শিরোনাম:
আওয়ামী লীগের দোসর কাজী ফরিদ এখনো বহল তাবিয়াতে তার বিরুদ্ধে বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার নানাবিধ অভিযোগ চরফ্যাশনে বিএনপি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা গাজীপুর-৬ আসনে আলোচনার তুঙ্গে সরকার জাবেদ আহমেদ সুমন লালমোহনে লঞ্চঘাটে ৫টাকার যাত্রী টোল ১০টাকা আদায়, জরিমানা করা হয়েছে, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার কুষ্টিয়ায় ধানের শীষের বিজয় নিশ্চিতে সকলকে সাথে নিয়ে কাজ করবো মেহেদী রুমী পিরোজপুর-২ আসনে নেছারাবাদ থেকে ফকরুল আলমের মনোনয়ন দাবিতে নারীদের মিছিল যশোরের মণিরামপুরে ট্রলির ধাক্কায় শিক্ষক দম্পতির মৃত্যু কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল রাস উৎসব।। অগনিত মানুষের পদচারনায় মুখরিত কুয়াকাটা।।

রাস উৎসব।। অগনিত মানুষের পদচারনায় মুখরিত কুয়াকাটা।।

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

রাস উৎসব এবং গঙ্গাস্নান উপলক্ষে হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়েছে উঠেছে সমুদ্র সৈকত কুয়াকাটা।

মংগলবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে থাকে কুয়াকাটায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে পুরো সৈকত চত্বর লোকে লোকারন্য হয়ে পড়ে। রাত জুড়ে সৈকত তীরে মানুষ ঘুরে ঘুরে উপভোগ করে এ রাস মেলা। এতে বিভিন্ন ধরনের দোকান,পাট নিয়ে আসেন মানুষ। বসেছে সাধু সন্ন্যাসীদের মিলন মেলা।

স্থানীয় রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে হয়েছে রাস পুজা, আলোচনা সভা, হরি মহানাম সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপরদিকে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমুদ্রতীরে দর্শানার্থীদের আনন্দ দিতে বাউল সংগীত সহ নানান ধরনের গান পরিবেশন করেন। এ ছাড়াও শতশত মানুষ রঙ্গিন বেলুন, বিভিন্ন ধরনের খেলনা এবং খাবার সামগ্রী নিয়ে বসেছেন মেলা প্রাঙ্গনে।

এদিকে, স্থানীয়দের সূত্রে জানা গেছে, এবছর রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ এবং আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় ব্যাপক লোক সমাগম হয়েছে। স্থানীয় আবাসিক হোটেল,মোটেল সহ সকল ধরনের দোকান পাটে বেচা বিক্রি হয়েছে ভালো। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ রাস উৎসব উদযাপিত হয়েছে।

এ ব্যাপারে খুলনা থেকে আগত কমল,রাজু, মিতু জানান, তারা প্রত্যেক বছরই রাস উপলক্ষে গঙ্গাস্নানে আসেন কুয়াকাটা তাদের একটি পছন্দের জায়গা বলে তিনি উল্লেখ করেন।

পিরোজপুর থেকে আহত আসুতোষ, অরুন, ময়না জানান, শান্তিপূর্ণ ভাবে গঙ্গাস্নান করেছি, আশা করি ঠাকুর সাড়া বছরের ভুলত্রুটি ক্ষমা করে পাপ মোচন করবেন।

ঢাকা থেকে আগত রঞ্জিত, সুশান্ত, সুবল জানান, বছরের একটি দিন গঙ্গা স্নানের উদ্দেশ্যেই আসি। শান্তিপূর্ণ ভাবে স্নান করেছি এবং ভালো লেগেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com