
মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
রাস উৎসব এবং গঙ্গাস্নান উপলক্ষে হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়েছে উঠেছে সমুদ্র সৈকত কুয়াকাটা।
মংগলবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতে থাকে কুয়াকাটায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে পুরো সৈকত চত্বর লোকে লোকারন্য হয়ে পড়ে। রাত জুড়ে সৈকত তীরে মানুষ ঘুরে ঘুরে উপভোগ করে এ রাস মেলা। এতে বিভিন্ন ধরনের দোকান,পাট নিয়ে আসেন মানুষ। বসেছে সাধু সন্ন্যাসীদের মিলন মেলা।
স্থানীয় রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে হয়েছে রাস পুজা, আলোচনা সভা, হরি মহানাম সংকীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপরদিকে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমুদ্রতীরে দর্শানার্থীদের আনন্দ দিতে বাউল সংগীত সহ নানান ধরনের গান পরিবেশন করেন। এ ছাড়াও শতশত মানুষ রঙ্গিন বেলুন, বিভিন্ন ধরনের খেলনা এবং খাবার সামগ্রী নিয়ে বসেছেন মেলা প্রাঙ্গনে।
এদিকে, স্থানীয়দের সূত্রে জানা গেছে, এবছর রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ এবং আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় ব্যাপক লোক সমাগম হয়েছে। স্থানীয় আবাসিক হোটেল,মোটেল সহ সকল ধরনের দোকান পাটে বেচা বিক্রি হয়েছে ভালো। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ রাস উৎসব উদযাপিত হয়েছে।
এ ব্যাপারে খুলনা থেকে আগত কমল,রাজু, মিতু জানান, তারা প্রত্যেক বছরই রাস উপলক্ষে গঙ্গাস্নানে আসেন কুয়াকাটা তাদের একটি পছন্দের জায়গা বলে তিনি উল্লেখ করেন।
পিরোজপুর থেকে আহত আসুতোষ, অরুন, ময়না জানান, শান্তিপূর্ণ ভাবে গঙ্গাস্নান করেছি, আশা করি ঠাকুর সাড়া বছরের ভুলত্রুটি ক্ষমা করে পাপ মোচন করবেন।
ঢাকা থেকে আগত রঞ্জিত, সুশান্ত, সুবল জানান, বছরের একটি দিন গঙ্গা স্নানের উদ্দেশ্যেই আসি। শান্তিপূর্ণ ভাবে স্নান করেছি এবং ভালো লেগেছে।
Leave a Reply