
বাহাদুর চৌধুরী :
ভোলার চরফ্যাশন উপজেলার বৃহত্তম হাজারীগঞ্জ ইউনিয়নে পথযাত্রা উপলক্ষে যুবদলের কেন্দ্রীয় নেতা ও চরফ্যাশনের কৃতী সন্তান নুরুল ইসলাম নয়ন সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা প্রদান করা হয়।
পথযাত্রায় নয়ন সাহেবকে ইউনিয়ন যুবদলের নেতা আইয়ুব আলী, শাহিন চেয়ারম্যান, এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। মুহূর্তেই পথযাত্রাটি এক বিশাল সমাবেশে পরিণত হয়।
উল্লেখযোগ্যভাবে দেখা যায়, প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন সাহেবের সঙ্গে সরাসরি হাত মেলাতে এবং শুভেচ্ছা জানাতে আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শত শত ছাত্র ফুলের মালা নিয়ে সারিবদ্ধভাবে অপেক্ষা করেন। সকলের সঙ্গে ধৈর্য ও আন্তরিকতা সহকারে হাত মেলান তিনি এবং গোলদারহাট থেকে সিদ্দিকের বাজার হয়ে কয়েক কিলোমিটার পথ হেঁটে হাজারীগঞ্জ বাজারের বেরির উপর স্থাপিত মঞ্চে পৌঁছান।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার বিশিষ্ট নেতা হাজী জাহিদুল ইসলাম রাসেল, উপজেলার বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ ও অসংখ্য দলীয় কর্মী।
নেতাকর্মীদের এমন উচ্ছ্বাস ও ভালোবাসায় হাজারীগঞ্জ ইউনিয়ন প্রাঙ্গণ উৎসবে পরিণত হয়।
বি: চরফ্যাশন উপজেলার ও হাজারীগঞ্জ ইউনিয়নের অনেক বিএনপি ত্যাগী নেতা দের নাম জানা নাই বলিয়া উল্লেখ্য করা হয়নি এতে মন খারাপ করার কিছুই নেই 🤲🙏
Leave a Reply