
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
নারায়ণগঞ্জ বন্দরে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পুলক মণ্ডল (১৮) নামের এক যুবককে মারধর করে আহত করেছে কিশোর গ্যাং লিডার ও তার সহযোগীরা। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে বুধবার (২০ আগস্ট) দুপুরে বন্দর থানাধীন খানবাড়ী মোড় এলাকার একটি পিঠার দোকানের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলক মণ্ডল তার খালাতো বোনকে নিয়ে হাঁটার সময় কিশোর গ্যাং লিডার ও মাদকসেবী বাইজিদ (২১) এবং তার ৪/৫ জন সহযোগী অশালীন ভাষায় উক্তি শুরু করে। একপর্যায়ে তারা পথরোধ করে ইভটিজিং চালিয়ে যেতে থাকলে পুলক প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বাইজিদ ও তার সহযোগীরা পুলককে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে।
এসময় তারা পুলকের কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকার একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। মারধরের পর ঘটনাস্থলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত পুলককে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহত পুলকের বড় বোন পায়েল মণ্ডল (২১), পিতা মৃত বিশ্বনাথ মণ্ডল, বাদী হয়ে বন্দর থানায় কিশোর গ্যাং লিডার বাইজিদ ও তার অজ্ঞাতপরিচয় ৪/৫ জন সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply