
বিজয় চৌধুরী(বিশেষ প্রতিনিধি,ঢাকা)
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৮,০০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন ওরফে আনা (৪২)।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়ির সামনে স্বপ্ন সুপার শপের পাশে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় একটি নীল রঙের টয়োটা প্রভোক্স গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িচালক আনোয়ারকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আটককৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে উত্তরা এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিল।
এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply