মো. নাছির উদ্দিন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় এক ইউপি সদস্যসহ যুবলীগের ০২ (দুই) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) সকালে উপজেলার বাবুছড়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার উপ- পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্ব এই অভিযান হয়।
পুলিশ জানায়, বাবুছড়া ইউনিয়নের মসজিদপাড়া এলাকা থেকে মো. জাকির হোসেন (৪২)- কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির বাবুছড়া ইউনিয়ন পরিষদের ০১নং ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে দীঘিনালা থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকা থেকে মো. জিয়াউর রহমান (৪০) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সদস্য। তাঁর বিরুদ্ধে দীঘিনালা থানায় রুজু হওয়া একটি মামলায় তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ০৫ আগস্ট পরবর্তী রুজু হওয়া মামলায় একজন এজাহারভুক্ত আসামী এবং অন্যজন তদন্তে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।
Leave a Reply