মোঃ ইকরাম
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া প্রথম জ্যোতির্বিজ্ঞানভিত্তিক মহাকাশ আবাসন প্রকল্প হলো “আউটার স্পেস হ্যাবিটেশন (OSH)”। সম্পূর্ণভাবে স্বাধীন গবেষণার মাধ্যমে পরিচালিত এই শিক্ষার্থী-কেন্দ্রিক প্রকল্পটি পৃথিবীর বাইরে টেকসই মানব বসবাসের ধারণা উপস্থাপন করেছে। এতে সায়ানোব্যাকটেরিয়া দিয়ে অক্সিজেন উৎপাদন, হাইড্রোপনিক কৃষি, মঙ্গলগ্রহের মাটি বিশুদ্ধকরণ, পানি পুনঃব্যবহার এবং বদ্ধ জীবন-সমর্থন ব্যবস্থা একত্রে যুক্ত করা হয়েছে। মোহাম্মদপুর সরকারি কলেজ ও সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এই যুগান্তকারী প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। বিশেষভাবে অবদানের জন্য যাদের নাম উঠে আসে, তারা হলেন আবির খান (মোহাম্মদপুর সরকারি কলেজ) এবং মোহাম্মদ আলী মিশাল (সরকারি বিজ্ঞান কলেজ)। নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় তারা OSH প্রকল্পের পূর্ণাঙ্গ মডেল তৈরি ও উপস্থাপন করেছেন, যা সৃজনশীলতা, সহযোগিতা ও বৈজ্ঞানিক নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৫০টিরও বেশি জাতীয় এবং ৫টির অধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকারী এই উদ্যোগ শুধু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেনি, বরং বাংলাদেশে শিক্ষার মর্যাদা বৃদ্ধি করেছে।
Leave a Reply