
হাসান হৃদয়, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ,
ভোলার ‘বন্ধন হেল্থ কেয়ার এন্ড ডায়াবেটিস সেন্টার”-এ ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ।
আজ (১২ জানুয়ারি, ২০২৬) ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সকলকে ধৈর্য ধারণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। পুলিশ সুপার মহোদয় সুস্পষ্টভাবে আশ্বস্ত করেছেন যে, এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা হবে এবং চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply