
এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াখোলা গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি ফুলতলা উপজেলার গাড়া খোলা গ্রামের বাসিন্দ নাম ওয়াহিদ মহালদার( ৫০)পুলিশ জানিয়েছে ওয়াহিদ এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়াখোলা এলাকায় বড় ধরনের মাদকের চালান কেনাবেচা হচ্ছে -এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের নির্দেশনায় এফ আই শফিকুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে, অভিযান চলাকালী ওয়াহিদ মহালদারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওয়াহিদ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছিল।তার এই অবৈধ কারবারের কারণে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছিল।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে, ফুলতলা কে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতে আরো ও জোরদার করা হবে, মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
Leave a Reply