
এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মানবপাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকাল ৩টায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুর কবির। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়া সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে,জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, গণভোট ও ভোটার হিসেবে নারীদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করে। তিনি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, নারীরা সচেতন ও সংগঠিত হলে সমাজ থেকে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করা সম্ভব।এ ক্ষেত্রে পরিবার ও স্থানীয় পর্যায়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাতক্ষীরার বিস্তৃত জনপদের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। অনেকেই সহমত ব্যক্ত করেন।দেশের সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে,স্বচ্ছ ভোটাধিকার ব্যবস্থা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরী।সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাম্যতা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
Leave a Reply