
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র ও শীতবস্ত্রহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। দীঘিনালা জোন কমান্ডার ওমর ফারুক পিএসসি মহোদয়ের নির্দেশনায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেজর তৌকির হোসেন, ক্যাপ্টেন আজমিরসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। তারা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
তীব্র শীতে কম্বল পেয়ে খুশি ও আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। শীতের কষ্ট লাঘবে এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উল্লেখ করে সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply