1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পুনরায় বিক্ষোভ ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে, কুষ্টিয়া মিরপুরে মানুষের পাশে নির্ভীক পথচলা জনসেবার অনন্য দৃষ্টান্ত ইউপি সদস্য মো. নজরুল ইসলাম তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু বড়াইগ্রামের জোনাইল বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল দিনাজপুরের বিরামপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ১৮ লাখ টাকা জরিমানা সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস শুভ উদ্বোধন খুলনা ফুলতলা থানায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বোচাগঞ্জে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোচাগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
সংবাদ শিরোনাম:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পুনরায় বিক্ষোভ ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে, কুষ্টিয়া মিরপুরে মানুষের পাশে নির্ভীক পথচলা জনসেবার অনন্য দৃষ্টান্ত ইউপি সদস্য মো. নজরুল ইসলাম তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু বড়াইগ্রামের জোনাইল বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল দিনাজপুরের বিরামপুরে অবৈধ ইটভাটায় অভিযানে ১৮ লাখ টাকা জরিমানা সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস শুভ উদ্বোধন খুলনা ফুলতলা থানায় ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বোচাগঞ্জে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বোচাগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

পৌষের শুরুতেই বোচাগঞ্জে ফুটপাতের শীতবস্ত্রের দোকানে ক্রেতার ভিড়।

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার ভিউ

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

পৌষ মাসের শুরুতেই উত্তরের জেলা দিনাজপুরের বোচাগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে গরম কাপড় কিনতে উপজেলার বিভিন্ন বাজার ও ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ।
বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সড়কের দুই পাশে ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অস্থায়ী শীতবস্ত্রের দোকান। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে ক্রেতার আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ফুটপাতের দোকানগুলোতে সোয়েটার, জ্যাকেট, মাফলার, শাল ও কম্বলের নানা সংগ্রহ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। তুলনামূলক কম দামে গরম কাপড় পাওয়া যায় বলে খেটে খাওয়া মানুষ, নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে এসব দোকান।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
ফুটপাতের দোকানে গরম কাপড় কিনতে আসা ক্রেতারা জানান, শীত বাড়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় কাপড় কিনতেই তারা এখানে আসছেন। সাধ্যের মধ্যে কাপড় পাওয়া যায় বলে ফুটপাতের দোকানই তাদের প্রথম পছন্দ। তবে অনেকেই অভিযোগ করেন, গত বছরের তুলনায় এ বছর কিছু কিছু শীতবস্ত্রের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।
ক্রেতা মুনিরা বলেন,
“বাজারের দোকানে দাম বেশি, তাই ফুটপাত থেকেই কিনছি। মান মোটামুটি হলেও দামের কারণে এখানেই আসতে হচ্ছে।”
এ ছাড়া ক্রেতা সোয়াইব ইসলাম ও মোমিনুল ইসলাম জানান, শীত যত বাড়ছে, ততই গরম কাপড়ের প্রয়োজন বাড়ছে। পরিবার নিয়ে শীত মোকাবিলায় তারা ফুটপাতের দোকানেই ভরসা রাখছেন।
অন্যদিকে বিক্রেতারা জানান, গত ১৭ ডিসেম্বরের পর থেকে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
শীতবস্ত্র বিক্রেতা জুয়েল ইসলাম বলেন,
“শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। সকাল থেকে রাত ৭টা–৮টা পর্যন্ত দোকানে ক্রেতার ভিড় থাকে।”
পৌষের এই কনকনে শীতে ফুটপাতের শীতবস্ত্রের দোকানগুলোই এখন বোচাগঞ্জের নিম্ন ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বড় ভরসাস্থল হয়ে উঠেছে। শীত যত বাড়ছে, ততই বাড়ছে গরম কাপড়ের চাহিদা। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগই হতে পারে মানবিকতার সবচেয়ে বড় উষ্ণতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com