মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার হোমিও চিকিৎসা খাতে অবদান রেখে চলেছেন ডাঃ মোঃ মুনজুরুল ইসলাম (ডি এইচ এম এস, ঢাকা)। তাঁর পরিচালিত চিকিৎসালয়,এস.এম হোমিও হল” কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা এন. এস.রোডে,পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত সুকান্ত বিপণির ২য় তলার ১৮ নম্বর দোকানে সেবাদান করে যাচ্ছে বহু বছর ধরে।
ডাঃ মুনজুরুল ইসলাম হোমিও চিকিৎসায় সুদক্ষ একজন চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি সর্দি-জ্বর থেকে শুরু করে জটিল রোগ যেমন ব্রেস্ট টিউমার, লিভার সিরোসিস,গ্যাংগ্রিন,প্রোষ্টেট,ডায়াবেটিস,কিডনিতে পাথর, হাঁপানি, চর্ম ও যৌন রোগ,এবং জরায়ু ও ওভারি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সহ নানাবিধ শারীরিক ও মানসিক রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকেন। তাঁর চিকিৎসার আওতায় আরও রয়েছে—মাইগ্রেন,মাথা ব্যথা,গ্যাস্ট্রিক আলসার, টনসিল, রুচিহীনতা, এপেন্ডিসাইটিস, সাইনোসাইটিস,অর্শ্ব ও ফিস্টুলা,টিউমার,পেটে ব্যথা, আঁচিল,পলিপাস, জন্ডিস,হাড়ক্ষয়, জয়েন্ট ব্যথা,বাতজ্বর, গলগন্ড,ব্রণ ও মেছতা,শিশু,নারী ও পুরুষদের জন্য বিশেষ সেবা ইত্যাদি।
ডাঃ মুনজুরুল ইসলাম বলেন,হোমিওপ্যাথি একটি বিজ্ঞানভিত্তিক ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি। আমরা রোগ নয়,রোগীর উপসর্গ দেখে চিকিৎসা করি। দীর্ঘমেয়াদি জটিল রোগেও হোমিও চিকিৎসা অনেক সময় আশাজনক ফল দেয়। চিকিৎসা নিতে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন—
📍 ঠিকানা: ১৮ নং দোকান, সুকান্ত বিপণি (২য় তলা), পাবলিক লাইব্রেরির সামনে, এন. এস. রোড, কুষ্টিয়া।
📞 মোবাইল: ০১৭১০-০৩১৮৩০ / ০১৯১৬-২৬০২৫৩
Leave a Reply