
হাসান হৃদয়
লালমোহন
ভোলার লালমোহনে অসহায় মানুষের কাছে কম্বল নিয়ে যাচ্ছেন ইউএনও লালমোহনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ইউএনও মো. শাহ্ আজিজ।
ভোলার লালমোহন উপজেলায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। গত তিনদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রকৃত দুস্থ ও হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিচ্ছেন তিনি। ইউএনওর কাছ থেকে কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষজন। স্বস্তি প্রকাশ করেছেন তারা।
ইউএনও মো. শাহ আজিজ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে লালমোহন উপজেলার জন্য মোট ১ হাজার ২৭০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হবে। তবে এর পাশাপাশি উপজেলা প্রশাসনের জন্য রাখা কিছু কম্বল সরাসরি প্রকৃত শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করছি।
তিনি আরো বলেন, এই শীতে অনেক অসহায় মানুষ একটি শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। সেইসব শীতার্ত মানুষদের শনাক্ত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বলগুলো বিতরণ করা হচ্ছে। এতে করে শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে শীতার্ত মানুষের। তাদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে পরবে। নতুন কম্বল পেয়ে আনন্দিত গরিব দুঃখী মানুষ।
Leave a Reply